লক্ষ্মীপুরের রায়পুরে ভ্রাম্যমাণ আদালতের ২১০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে এবং তিনজন পলিথিন ব্যবসায়ীকে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আজ সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে হানী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পৌর স্যানিটারী ইন্সপেক্টর নাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর পৌর শহরের গোডাউন রোডে চিত্ত রঞ্জন সাহার কাছ থেকে ৩০ কেজি পলিথিন জব্দ ও ৬ হাজার টাকা জরিমানা, মুড়িহাটা থেকে শিপু রেক্সিন হাউস থেকে ১২০ কেজি পলিথিন জব্দ ও ২০ হাজার টাকা ও মেইন রোডের তাহের স্টোর থেকে ৬০ কেজি পলিথিন ও ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত পলিথিন ডাকাতিয়া নদীর পাড়ে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে হানী বলেন, রায়পুর পৌর শহরের কতিপয় ব্যবসায়ী অবৈধভাবে পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিন বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে পলিথিন জব্দ ও জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতে নিষিদ্ধ পলিথিন যাতে বিক্রি ও বিপনন না করে সেজন্য সতর্ক করে দেয়া হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার