বরিশাল নগরীর রূপাতলীতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-১ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাতে ওজোপাডিকো ক্যাপাসিটার ব্যাংকের রুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ওজোপাডিকোর প্রকৌশলী তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে হঠৎ করে গ্রীডের ইকুইপমেন্টে আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আলাউদ্দিন জানান, একটি ট্রান্সফরমার বাস্ট হয়ে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এতে সেটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৭/হিমেল