কুমিল্লার বুড়িচং উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাকিব (১২) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। সোমবার উপজেলার ভারেল্লা ইউনিয়নের আবিদপুর এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহত সাকিব বুড়িচং উপজেলা সদরের জগতপুর গ্রামের মাংস বিক্রেতা জালাল উদ্দিনের ছেলে। সে বুড়িচং মডেল একাডেমীর ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার আবিদপুর এলাকা থেকে দু’জন আরোহী নিয়ে সাকিব মোটরসাইকেল করে নিমসার যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা তালগাছের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় সাকিবসহ বাকি দুই জন আরোহী গুরুতর আহত হয়। পরে তাদের গোমতি হাসপাতালে নিয়ে গেলে সাকিব মারা যান।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৭/হিমেল