বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের আলমগীর ছাত্রবাসের ৫১২ নম্বর কক্ষ থেকে মাদক সেবনকালে ৬ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, খায়রুল ইসলাম (১৮), সবুজ (২২), গোবিন্দ চন্দ্র (১৮), ফজলে রাব্বি (১৮), ফয়সাল সরদার (১৭) ও ইমরান হাওলাদার (১৮)।
সোমবার রাত ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা সবাই সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র বলে হোস্টেল সুপার শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
কোতোয়ালি মডেল থানার এসআই আল মামুন বলেন, শিক্ষকদের অভিযোগের ভিত্তিতে তাদের উপস্থিতিতেই বটতলা আলমগীর ছাত্রাবাসে অভিযান চালানো হয়। এ সময় হলের ভেতরে বিভিন্ন কক্ষে ইয়াবা সেবককালে তাদেরকে হাতে নাতে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদের কাছ থেকে কিছু ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।