বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি-সাবেক বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ কারাগার থেকে পুলিশ প্রিজন ভ্যানযোগে তাকে কাশিমপুর কারাগারে নেয়া হয়। এর আগে সোমবার ২০১০ সালে সিরাজগঞ্জের সয়দাবাদ মুলিবাড়ীতে ট্রেন পোড়ানো মামলায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ওইদিনই তাকে সিরাজগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়। এদিকে, তাকে কাশিমপুর কারাগারে প্রেরণ করায় সিরাজগঞ্জের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
সিরাজগঞ্জ কারাগারের জেলার আবুল বাশার জানান, নিরাপত্তাসহ বিভিন্ন কারণে তাকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে।
জেলা বিএনপির প্রচার সম্পাদক হারুন-অর-রশিদ খান হাসান জানান, ইকবাল হাসান মাহমুদ টুকুর সাথে সিরাজগঞ্জের কোন নেতাকর্মী যাতে সাক্ষাত করতে না পারে এবং সরকার তার জনপ্রিয়তায় ভীতসন্ত্রস্ত হয়ে ষড়যন্ত্র করে তাকে সিরাজগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করেছে। তিনি এটিকে নিষ্ঠুর আচরণ উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন