কেরানীগঞ্জে মো. গাজী (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর তরিকুল্লাহ রোড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, সকালে আগানগরে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, লাশের বুকে ও পেটে ৩টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৭/এনায়েত করিম