টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে পৌর উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর উদ্যানে এসে সমাবেশ করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন এমপি।
টাঙ্গাইল জেলা মহিলা লীগের সভাপতি মনোয়ারা বেগম এমপির সভাপতিত্বে সমাবেশ আরো বক্তব্য রাখেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ, টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাহার আহমেদ ও জেলা মহিলা লীগের যুগ্ম সম্পাদক রুমা খান প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন