এক বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করার আশ্বাস দিয়ে ১৪ মাস পর এসে বললেন, সম্ভব নয়।
মঙ্গলবার দুপুরে ২য় বারের মতো ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শনে এসে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এ কথা জানান।
তিনি আরো বলেন, এই বিমান বন্দরটি চালুর জন্য অনেক অর্থের প্রয়োজন যা মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব না। পরবর্তীতে সরকারের সাথে আলোচনা করে আবারো চালুর বিষয়ে সিদ্ধান্ত করা হবে।
তার এই কথা শুনে হতাশ হয়ে পড়েন জেলার মানুষ। অথচ ২০১৬ সালের ৩ এপ্রিল তিনি ঠাকুরগাঁওয়ে এসে বলেছিলেন এক বছরের মধ্যে চালু হবে ঠাকুরগাঁও বিমানবন্দর।
পরির্দশন উপলক্ষ্যে শিবগঞ্জ বিমান বন্দরে জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলাম এমপি, জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি ইয়াসিন আলী, পুলিশ সুপার ফারহাত আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী।
পরে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন পীরগঞ্জ উপজেলার ওয়ার্কাস পার্টির এক সভায় যোগ দেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন