লক্ষীপুরে মাধ্যমিক শিক্ষকদের বার্ষিক ৫ % প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা ও জাতীয়করণসহ ৩ দফা দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি।
মঙ্গলবার সকালে লক্ষীপুর প্রেসক্লাবের সামনে ২ ঘণ্টাব্যাপী এ কর্মসূচী পালন করে তারা।
সংগঠনের উপজেলা সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মহাবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক কামাল হোসেন, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ সভাপতি অধ্যাপক আজীজুর রহমান আযম, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মাহবুবুর রশিদ চৌধুরী প্রমূখ।
এসময় বক্তারা দাবি না মানলে আরো কঠোর আন্দোলন করার হুমকি দেন।