ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সাবেক এমপি ও আ.লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এম এ ছাত্তার এর সংবর্ধনাকে ঘিরে দু’গ্রুপের উত্তেজনা থাকায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়ম এই আদেশ দেন।
জানা যায়, সাবেক এমপি এম এ ছাত্তার পুনরায় আ.লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় স্থানীয় চরনিখলা স্কুল মাঠে বুধবার সংবর্ধনা অনুষ্ঠান হবার কথা ছিল। কিন্তু এ নিয়ে ক’দিন যাবৎ দু'গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ প্রেক্ষিতে গত সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক সংবর্ধনা অনুষ্ঠান স্থগিতের চিঠির প্রেক্ষিতে অনুষ্ঠান স্থগিত করা হয়।
ঈশ্বরগঞ্জ থানা সূত্রে জানা যায়, জেলা কমিটির সিদ্ধান্তে স্থানীয় পৌর আওয়ামী লীগ সংবর্ধনা স্থগিত করলেও স্থানীয় কয়েকজন ইউপি চেয়ারম্যান একই মঞ্চে পুনরায় ওই সংবর্ধনা অনুষ্ঠান করার ঘোষণা দেন। এতে চরম উত্তেজনা ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ উপজেলা প্রশাসন বরাবর আবেদন করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়ম মঙ্গলবার ১৪৪ জারি করেন।
দলীয় সূত্রে জানা যায়, সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম, বিশেষ অতিথি হিসেবে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মো. মতিউর রহমান, এছাড়াও কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের একাধিক নেতা সভায় উপস্থিত থাকার কথা ছিলো।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, সংবর্ধনাকে ঘিরে দু'গ্রুপের মধ্যে উত্তেজনা থাকায় সংঘর্ষ এড়াতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ১৪৪ ধারা জারি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন