চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ ও দামুড়হুদা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১২টি চোরাই মোটর সাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৭ সদস্যকে আটক করেছে।
মঙ্গলবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সংবাদ সম্মেলনে বলেন, পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য চুয়াডাঙ্গা পৌর এলাকার ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার সাকিক হোসেন ও কালাম হোসেন, দিগড়ী গ্রামের বিপ্লব হোসেন এবং মেহেরপুর জেলার খোকসা শেখপাড়ার সাদিকুর রহমান, গাড়াডোব গ্রামের কুদ্দুস শেখ, হেমায়েতপুরের শরিফুল ইসলাম ও চৌগাছার হান্নান শাহকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তিতে বিভিন্ন এলাকা থেকে ১২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে চুয়াডাঙ্গা জেলায় মোটরসাইকেল চুরির পরিমাণ বেড়ে যাওয়ায় সোমবার রাতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৭/মাহবুব