যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা আব্দুস সুবহানের বিরুদ্ধে পাবনা সদর থানায় দায়েরকৃত লুটপাট ও অগ্নিসংযোগ মামলার অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে পাবনা আমলি আদালত ১ এর বিচারক ও অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এ আদেশ দেন। এর আগে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য কড়া নিরপত্তার মধ্য দিয়ে মাওলানা সুবহানকে বেলা ১২টা ৩৫ মিনিটে আদালতে হাজির করা হয়। আদালত উভয়পক্ষের যুক্তিতর্ক শুনে আগামী ২১ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০০৩ সালের ৩০ আগষ্ট জামায়াতের নায়েবে আমীর ও পাবনা সদর আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুস সুবহানের নির্দেশে একদল সশস্ত্র সন্ত্রাসী মামলার বাদী আব্দুল কুদ্দুসের চকদারপাড়া গ্রামের বাড়িসহ, খাপড়াডাঙ্গি, দাসপাড়া ও গোয়ালবাড়ি গ্রামের বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে মারপিট, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এ ঘটনায় ২০১২ সালের ২রা এপ্রিল পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
শুনানি শেষে আসামি পক্ষের আইনজীবী এডভোকেট মাসুদ খন্দকার বলেন, মামলাটি সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ২০০৩ সালের ঘটনার মামলা হয়েছে ২০১২ সালে। বিএনপি জামাত জোট ক্ষমতা ছেড়েছে ২০০৬ সালে। এতদিন পরে মামলা দায়েরের ঘটনায় প্রমাণিত হয় হয়রানির উদ্দেশ্যেই মামলাটি সাজানো হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট আব্দুল আহাদ বাবু জানান, এখানে রাজনৈতিক কোনও বিষয় কাজ করে নি। নির্যাতনের শিকার যেকোন সংক্ষুব্ধ ব্যাক্তি ন্যায় বিচার চেয়ে যেকোন সময় আদালতের শরনাপন্ন হতে পারেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার