খাগড়াছড়িতে বৈসাবি উপলক্ষে সরকারের দেওয়া জেলা পরিষদের ১১০০ মেট্টিক টন খাদ্য শস্য ও ২৫ লক্ষ টাকা হরিলুট হওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার খাগড়াছড়িতে এর প্রতিবাদে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে মানববন্ধন করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলমের নেতৃত্বে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী নেতাকর্মীরা অচিরেই জেলা পরিষদের খাদ্যশস্য ও বৈসাবি বরাদ্দের অর্থের হরিলুট বিষয়ে তদন্তপূর্বক জড়িতদের শাস্তির দাবি জানান।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৭/ফারজানা