৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে পঞ্চগড়ে সোমবার দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসন ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর যৌথভাবে এ মেলার আয়োজন করে। এছাড়া দিনাজপুরের হিলিতে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে মেলাটির উদ্বোধন করেন। পঞ্চগড়ে সদর ইউএনও আবু ওয়াদুদের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আলীম খান ওয়ারেশী প্রমুখ।
অন্যদিকে হিলিতে একইদিন বিকেলে দুদিনব্যাপী মেলাটির উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন ও ইউএনও শুকরিয়া পারভীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছানাউল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ননী গোপাল বর্মণ প্রমুখ।