ব্যবহারের প্রশিক্ষণ নিন, নিরাপদ থাকুন প্রতিদিন’ এই শ্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে বসুন্ধরা এলপি গ্যাসের নিরাপদ নিবাস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় রাঙামাটি আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র সম্মেলন কক্ষে এই কর্মশালার উদ্বোধন করেন বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড এর হেড অব ডিভিশন মীর টি আই ফারুক রিজভি। এ সময় এলপি গ্যাস ডিভিশনাল সেশন ম্যানেজার, শরিফুল ইসলাম, চট্টগ্রাম এরিয়া সেল্স ইনচার্জ একরামুল হক জুয়েলসহ সাইফুল রহমান উপস্থিত ছিলেন।
উদ্বোনকালে মীর টি আই ফারুক রিজভি বলেন, পার্বত্যাঞ্চলের বসুন্ধরা এলপি গ্যাসের সহজপ্রাপ্তি নিশ্চিত করতে বসুন্ধরা কাজ করে যাচ্ছে। এ গ্যাস নিরাপদ রাখতে ল্যাবরেটরিতে পরীক্ষার পর বাজারজাত করা হয়। যার ফলে নিশ্চিত হয় সিলিন্ডারের সর্বোত্তম সুরক্ষা।
তিনি আরও বলেন, এলপি গ্যাস ব্যবহারে সুবিধা ও নিরাপত্তা বিষয়ক সচেতন করার লক্ষ্যে দেশব্যাপী এই কর্মশালার আয়োজন করেছে বসুন্ধরা এলপি গ্যাস। কর্পোরেট দায়বদ্ধতাকে প্রাধান্য দিয়ে বসুন্ধরা এলপি গ্যাস দেশব্যাপী জনসচেতনতামূলক প্রচারণা ক্যাম্পেইন চালু করেছে। ইতিমধ্যে বান্দরবান, রাঙামাটি ও মানিকগঞ্জসহ ২৩টি জেলায় এই কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মাশালায় মোট ৮০ জন নারী অংশগ্রহণ করেন। এছাড়া তাদের মধ্যে কুইজ ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এ সময় মোট ১৫ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।
এর আগে, কর্মশালায় এলপি গ্যাস ব্যবহার বিষয়ে তথ্য উপাত্ত নিয়মাবলী সাবধানতা কৌশল বিষয়ে আলোচনা করেন বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড এর হেড অব ডিভিশন মীর টি আই ফারুক রিজভি।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৭/ফারজানা/মাহবুব