বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন
রাজশাহীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এদিন শোক আর শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ করেছেন রাজশাহীর মানুষ। সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানগুলোও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি পালন করছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের প্রথম প্রহরে মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে জেলা আওয়ামী লীগ। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সেখানে অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়েছে দলীয় ও জাতীয় পতাকা। উত্তোলন করা হয়েছে কালো পতাকাও। নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়েও একইভাবে পতাকা উত্তোলন করা হয়েছে। নেতাকর্মীরা ধারণ করেছেন কালো ব্যাজ।
দিবসটি উপলক্ষে আজ সকাল সাড়ে ৯টায় জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। জেলা শিল্পকলা একাডেমির সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশা। ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকেও নগরীর সাহেব বাজারে জিরো পয়েন্টে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আলাদাভাবে জাতীয় শোক দিবস পালন করছে জেলা প্রশাসন। জেলা শিল্পকলা একাডেমিতে প্রশাসনের এই কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভাগীয় এবং জেলা পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। মহানগর ও জেলা পুলিশের কর্মকর্তারাও সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
শোক দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল শিশু দিবসের ওপর কবিতা পাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হামদ-নাত প্রতিযোগিতা, মিলাদ মাহফিল ও মোনাজাত। বিভিন্ন স্থানে প্রদর্শন করা হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে মাইকে প্রচার করা হচ্ছে- বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ। দুঃস্থদের মাঝে বিতরণ করা হচ্ছে খাবার।
এই বিভাগের আরও খবর