নাটোরে আত্রাই নদীর পানি বিপদসীমার ৩০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে হাট বাজারসহ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় আত্রাই নদীর পানি বেড়ে সিংড়া উপজেলার ফেরিঘাট পয়েন্টে বিপদসীমার ৩০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এলাকার বন্যা পরিস্থিতির অবনতি হবে।
বিডি প্রতিদিন/১৫ আগস্ট ২০১৭/হিমেল