কিশোরগঞ্জে বিশ্ব মানবিক দিবস পালন করা হয়েছে। শনিবার এ উপলক্ষে অক্সফাম ও পপির সহযোগিতায় পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থা চেতনা বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার মো. আক্তার জামীল। চেতনার নির্বাহী পরিচালক মো. মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফউদ্দীন আহমেদ লেনিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আরিফুজ্জামান, কিশোরগঞ্জ মৎস্য, বীজ ও খামার ব্যবস্থাপক মোস্তফা রুহুল আমীন, কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. দুলাল মিয়া, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মান্নান, পপি এলনা প্রকল্পের প্রকল্প কর্মকর্তা (অর্থ) হারুন-অর-রশিদ, পপি এলনা প্রকল্পের প্রকল্প কর্মকর্তা (দক্ষতা বৃদ্ধি) আসমা আক্তার প্রমুখ।
আলোচনা সভা শেষে সাম্প্রতিক আকস্মিক বন্যা বিষয়ে গণ শুনানিতে সরকারি কর্মকর্তারা অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বিডি-প্রতিদিন/১৯ আগস্ট, ২০১৭/ওয়াসিফ