সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির মিছিল থেকে ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আজ পৌরসভার মনিরামপুর বাজার এলাকায় বিএনপির স্থানীয় কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়েছে। এরা হলো- পৌর যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক পৌর মেয়রের ছেলে সবুজ হোসেন, যুবদল নেতা হাসান, নূর ইসলাম নব শেখ, রুবেল, জহুরুল, নুরুল ইসলাম ও মনসুর।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাজা গোলাম কিবরিয়া জানান, দুপুরে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করার চেষ্টা করছিলেন বিএনপি নেতাকর্মীরা। এসময় তারা দলের অফিসের সামনে উস্কানিমূলক স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১০ নেতাকর্মীকে আটক করে।
শাহজাদপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিল শেষে দলীয় কার্যালয়ে বসেছিলেন। এমন সময় পুলিশ এসে ১০ নেতাকর্মীকে আটক করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার