দিনাজপুরের বিরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল লতিফ দাড়িয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দুপুরে বিরলের ভান্ডারা ইউপি’র পাগলাপীর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার বিরলের ভান্ডারা ইউপি’র পাগলাপীর বাজারের সন্নিকটে নিজ বাড়ির পার্শ্ববর্তী ইউক্লিপ্টাস গাছের ডাল কাটার সময় বৈদ্যুতিক লাইনের ১১ হাজার ভোল্টের তারের সাথে বাঁশ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হলে ভান্ডারা (মানপাড়) গ্রামের মৃত নববাব উদ্দীনের পুত্র আবদুল লতিফ দাড়িয়া গুরুতর আহত হন। এ সময় তাকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/১১ অক্টোবর ২০১৭/এনায়েত করিম