নড়াইল জেলায় বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার ভোর পর্যন্ত গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে জামায়াত ও বিএনপির ৮ কর্মীসহ বিভিন্ন ঘটনায় ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, এদের মধ্যে নাশকতা মামলায় জামায়াতের ৭ কর্মী এবং অপর একটি মামলায় বিএনপির এক কর্মী রয়েছে।
এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, পুলিশের চলমান অভিযানে গত ২৪ ঘন্টায় নাশকতার মামলায় জামায়াতের ৭ কর্মী এবং বিএনপির এক কর্মীসহ ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চলাকালে ৫৯পিস ইয়াবা ও ৭ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
জানা গেছে, নড়াইল সদর থানা পুলিশ অভিযান চালিয়ে জামায়াতের চার কর্মীসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। নাশকতার মামলায় গ্রেফতার চার জামায়াত কর্মীরা হলেন- পৌরসভার দূর্গাপুর এলাকার মোক্তার হোসেন (৬০), জাকির হোসেন (৪৫), জিয়াউর রহমান (৪৮) ও হবখালী ইউনিয়নের ভান্ডারীপাড়া গ্রামের মুজিবুর রমানকে (৪০)।
এছাড়া লোহাগড়া থানা পুলিশ জামায়াতের এক কর্মী ও বিএনপির এক কর্মীসহ ১৭ জন, কালিয়া থানা পুলিশ জামায়াতের দুই কর্মীসহ ১০ জন এবং নড়াগাতী থানা পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে।
বিডি-প্রতিদিন/ ১২ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ