ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতসহ ৩ দফা দাবিতে নওগাঁয় সবজি ফেলে মহাসড়ক অবরোধ করেছেন কৃষকরা। শনিবার সকালে নওগাঁ শহরের লিটন ব্র্রিজের মোড়ে প্রধান সড়কে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ কৃষক সমিতি নওগাঁ জেলা শাখা কর্তৃক আয়োজিত অবরোধ কর্মসূচিতে ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত ছাড়াও কৃষি উপকরণের সাশ্রয়ী দাম ও ইউনিয়ন পর্যায়ে সরকারী ক্রয় কেন্দ্র চালুর দাবি জানানো হয়।
এ সময় জেলা বাসদের সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, কৃষক ক্ষেত মজুর সমিতির আহবায়ক এ্যাডভোকেট মহসীন রেজা, কৃষক ও বিভিন্ন বাম দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ