‘স্বাস্থ্য সেবার অধিকার শেখ হাসিনার অঙ্গিকার’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, সিভিল সার্জন ডাঃ আজিজুল ইসলামসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এ উপলক্ষে ১৬ থেকে ২০ মে পর্যন্ত জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা