শিরোনাম
২৬ এপ্রিল, ২০১৯ ২২:০৮

দিনাজপুরে ভুট্টা ক্ষেতে আদিবাসী গৃহবধূর লাশ

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে ভুট্টা ক্ষেতে আদিবাসী গৃহবধূর লাশ

দিনাজপুরের বিরলে ভুট্টা ক্ষেত থেকে সুমিত্রা মার্ডী নামে এক আদিবাসী গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। 

শুক্রবার বাড়ির পাশে ভুট্রা ক্ষেতে ওই গৃহবধূর লাশ দেখতে পেয়ে স্থানীয়দের খবরে পুলিশ লাশ উদ্ধার করে।

সুমিত্রা মার্ডী (২৮) বিরল উপজেলার রাণীপুকুর ইউপি’র মহেষ শিবপুর গ্রামের বিস্তাহাসদার স্ত্রী। তিনি ২ সন্তানের জননী। 

এ ঘটনায় নিহত সুমিত্রা মার্ডীর মা তালমাই মার্ডী বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে বিরল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। 

এদিকে ঘটনার পরেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ জামান আশরাফ ও এএসপি (সদর সার্কেল) সুশান্ত সরকার। এছাড়া জেলা পুলিশের পিবিআই ও ডিবি’র পৃথক পৃথক দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ এবং স্থানীয়দের প্রাথমিকভাবে ধারণা, ওই গৃহবধূকে ধর্ষণ করে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। 

বিরল থানার অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসূল জানান, লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের কাজ সম্পন্ন হলে কিভাবে হত্যা করা হয়েছে তা পরিস্কার জানা যাবে। 

পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ওই নারী বৃহস্পতিবার বিকালে শাক তোলার কথা বলে ঘর থেকে বাইরে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি।

তবে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে মৃত গৃহবধূ সুমিত্রার প্রতিবেশি চুনকু হেমরমের পুত্র শনিরাম হেমরমকে (২৫) আটক করা হয়েছে। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর