টাঙ্গাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ তোতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।
সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে বঙ্গবন্ধু অডেটোরিয়াম হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আহত তোতা মিয়ার ছেলে শামীম আল মামুন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি কালিহাতী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। গত ২৯ মে কুখ্যাত সন্ত্রাসী আয়নাল বাহিনীর প্রধান আয়নাল তার বিভিন্ন অপকর্মের সহযোগিদের নিয়ে আমার বাবা বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ তোতার উপর সন্ত্রাসী হামলা করে। ১১ জন অজ্ঞাত ২৫/২৬ জন সন্ত্রাসী অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আমার বাবা, চাচাসহ আমার পরিবারের সদস্যদের উপরে হামলা করে আমার বাবাকে চাইনিজ কুড়াল ও রডের আঘাতে মারাত্বক জখম হন। আমার বাবার মাথায় ১২ টি সেলাই দেওয়া হয়। বর্তমানে আহত আমার বাবা, চাচা, ও চাচাত ভাই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তিনি আরো বলেন, এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ আসামিদের ধরতে গরিমসি করছে। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান তোতা, হাজী মো. নেয়াজ আলী, উপজেলার বাংড়া উইনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকলেছুর রহমান, উপজেলার নাগবাড়ী ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আকবর বিএসসিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবদিকবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল