দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট (বিশ্ব ঐতিহ্য) বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদে। খান জাহান আলীর অমর সৃষ্টি এই মসজিদে এবারও ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টা ১৫ মিনিটে ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ষাট গম্বুজ মসজিদে বিগত বছরগুলোতে ঈদের জামায়াতে উপচে পড়া ভীড় এড়াতে ও দেশের বিভিন্ন প্রান্তেরধর্মপ্রাণ মুসল্লিসহ বিদেশি পর্যটকদের ষাট গম্বুজ মসজিদে ঈদের জামাতে অংশ নেয়ার সুযোগ করে দিতে বাগেরহাটের জেলা প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে।
ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ষাট গম্বুজ মসজিদে ঈদের জামাতের মুসল্লিদের নিশ্ছিদ্র নিরাপত্তায় পুলিশের পাশাপাশি বিপুল সংখক এলিট ফোর্স র্যাব সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
ষাট গম্বুজ মসজিদের পাশাপাশি এবার বাগেরহাটে শহরের প্রধান-প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৪৫ মিনিটে। এর মধ্যে আলীয়া মাদ্রাসা ময়দান ও পুরাতন কোর্ট মসজিদে সকাল ৮টায়, হযরত খানজাহান আলী দরগা মসজিদ, দশ গম্বুজ মসজিদ, খানজাহানীয়া বায়তুল ফালাহ্ মসজিদ, নতুন কোর্ট মসজিদ, মিঠাপুকুর মসজিদ, সরুই হাজী আরিফ মসজিদ, ফলপট্টি মসজিদে সকাল ৮টা ১৫ মিনিটে ও রেলরোড জামে মসজিদে এবং সরকারি পিসি কলেজ ময়দানে সকাল ৮টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/শফিক