২০১৮-১৯ অর্থবছরে উপমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে নড়িয়া উপজেলার হতদরিদ্রদের মাঝে পাঁচ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা একটার দিকে নড়িয়া উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ৫০ জন হতদরিদ্রদের মাঝে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রতিজনকে দেওয়া হয় ১০ হাজার টাকা করে।
প্রধান অতিথি থেকে আর্থিক সহায়তা প্রদান করেন পানিসম্পদ উপমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। এ সময় নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রূপা রায়ের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম ইসমাইল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আব্দুল ওহাব ব্যাপারী, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক