সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের ছয় উপজেলার কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে। পৃথকভাবে জেলার বিভিন্ন স্থানে সকাল আটটায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দিনাজপুর সদর, চিরিরবন্দর উপজেলার সাইতারা রাবার ড্যাম, ফতেহজংপুর গ্রামে, কাহারোল উপজেলার ভবানীপুর, ১৩ মাইল গড়েয়া, বিরল উপজেলার বালান্দর, পাঁচপাড়া মাদববাটি ও বিরামপুর উপজেলার ১৫ গ্রামের মানুষ বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করেছেন। এছাড়া বিরামপুরে উপজেলা আয়ড়া নুরুলহুদা ইসলামীয় দাখিল মাদ্রাসা মাঠ এবং খয়েরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠেও দুটি জামাত অনুষ্ঠিত হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মনিরুজ্জামান বলেন, আগাম ঈদের জামাতে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক