গোপালগঞ্জে মাইক্রোবাস চাপায় মানিক শেখ (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাদ্রাসা ছাত্র মনিক শেখ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাহেবের চর গ্রামের হোসেন শেখের ছেলে। সে ঢাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করে। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা জানান, চাচার সাথে বাসে করে ঢাকা থেকে মুকসুদপুরে নানা বাড়িতে ঈদ করতে যাচ্ছিল মাদ্রাসা ছাত্র মানিক শেখ।
সে বাস থেকে নেমে ঘটনাস্থলে মহাসড়ক পার হতে গেলে খুলনাগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন নিহতের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। তবে ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/শফিক