ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদকে সামনে রেখে মঙ্গলবার যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কের কুমিল্লা অংশের যানজটপ্রবণ এলাকাগুলোতেও যানবাহনের কোন চাপ নেই। মহাসড়কে ঘরমুখো মানুষ ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে। কুমিল্লার যানজটপ্রবণ এলাকা দাউদকান্দির ব্রিজ, গৌরিপুর, পদুয়ার বাজার এলাকায় সড়কে কোনো যানজট ছিলো না।
২৫ মে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কে বহুল প্রতীক্ষিত তিনটি সেতু চালুর পর থেকে ঢাকা থেকে কুমিল্লা অঞ্চলের লোকজন ৮-৯ ঘন্টার পরিবর্তে মানুষ এখন দেড় থেকে ২ ঘন্টায় বাড়ি পৌঁছাতে পারছেন। কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রামসহ দেশের পূর্বাঞ্চলের জেলার যানবাহনগুলো কোন যানজট ছড়াই অনায়াসে চলাচল করছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, এবারের ঈদে স্বস্তিতে ঈদযাত্রায় খুশি চালক ও যাত্রীরা। ঈদকে সামনে রেখে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মহাসড়ক নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এ মজুমদার