শিরোনাম
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
- শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক
- ৮ বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার দুয়ারে ডসন
- ট্রাম্পের আল্টিমেটামের তোয়াক্কা করে না রাশিয়া
- বাড়তি ভাড়া না দেওয়ায় ইবি ছাত্রীকে মারধর, বাস আটক
- দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে সিদ্ধান্ত নেবে ঐকমত্য কমিশন: আলী রীয়াজ
- মার্কিন শুল্কের চাপ নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন : আমীর খসরু
- জুলাই পুনর্জাগরণে বুধবার চট্টগ্রামে ‘সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো’
- তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য বাউবি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান: উপাচার্য
- বদলি আদেশ ছিঁড়ে এনবিআরের ১৪ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
- গোসাইরহাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
বরিশালে কেন্দ্রীয় ঈদগাহ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
অনলাইন ভার্সন
.jpg)
বরিশাল বিভাগের সকল জেলা-উপজেলায় আগের যে কোন সময়ের চেয়ে এবারের ঈদুল ফিতর আনন্দঘন এবং প্রাণবন্ত হবে বলে আশা করছেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। বরিশাল বিভাগের কোথাও ঈদ জামাতে সু-নির্দিস্ট কোন হুমকি-ধামকি না থাকলেও সবগুলো ঈদ জামাতে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে। সব কিছু মাথায় রেখেই পুলিশ প্রশাসন শতভাগ প্রস্তুতি নিয়ে রেখেছে। সবাই মিলে এবার একটা সুন্দর ঈদ উদযাপনের যাবতীয় ব্যবস্থা করার কথা বলেন তিনি।
আজ মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার সাংবাদিকদের আরও বলেন, বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এখন প্রধান জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত। সিটি করপোরেশন ঈদগাহ ময়দানের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। তারা সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করেছে।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনারের সাথে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল বাশার এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল সোমবার দুপুরে ঈদগাহ ময়দান পরিদর্শন করে নগরবাসীকে ঈদের প্রধান জামাতে শরীক হওয়ার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, বিভাগীয় ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেনী পেশার কয়েক হাজার মানুষ ঈদের প্রধান জামাতে অংশগ্রহন করবেন।
বরিশালে ঈদের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হবে সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৯টায়। পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মু. রেজাউল করিম এখানে ঈদের জামাতে ইমামতিত্ব করবেন।
বিভাগের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় ছারছিনা দরবার শরীফ মাঠে।
এছাড়া ঝালকাঠীর নেছারাবাদ সালেহিয়া (এন,এইচ) কামিল মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৮টায়, পটুয়াখালীর মীর্জাগঞ্জ উপজেলার হযরত ইয়ারউদ্দিন খলিফা (রা.) দরবার শরীফে সকাল সাড়ে ৭টায়, বরিশালের উজিরপুরের গুঠিয়ার বায়তুল আমান মসজিদ কমপ্লেক্স ও ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে।
বরিশাল নগরীতে দুটি করে জামাত হবে ৪টি মসজিদে। এরমধ্যে কেন্দ্রিয় জামে কশাই মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম ও সকাল ১০টায় দ্বিতীয়, জামে এবাদুল্লাহ মসজিদে সকাল সাড়ে ৮টায় ও সকাল ১০টায়, বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল ৯টায় ও ১০টায় এবং পুলিশ লাইনস জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম ও সকাল সাড়ে ৯টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া আমানতগঞ্জ ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, গোরস্থান রোড জামে মসজিদে সকাল ৮টায়, বাজার রোড মাদ্রাসা মসজিদে সকাল ৮টায়, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল জামে মসজিদে সকাল ৮টায়, সাগরদী মাদ্রাসা জামে মসজিদে সকাল ৮টায়, নথুল্লাবাদ মাদ্রাসা মসজিদে সকাল ৮টায়, জিলা স্কুল জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনাল জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, পাওয়ার হাউস জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, ওয়াপদা জামে মসজিদে সাড়ে ৮টায়, নূরিয়া হাইস্কুল ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়, দক্ষিন আলেকান্দা কালু খান সড়ক জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, সাগরদী বাজার জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, ল’ কলেজ জামে মসজিদে সকাল ৯টায়, পোর্ট রোড জামে মসজিদে সকাল ৯টায় এবং ফকিরবাড়ি জামে মসজিদে সকাল ৯টায় ঈদের প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডসহ দক্ষিণাঞ্চলের ৬ জেলায় সহস্রাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে ইমাম সমিতিসহ বিভিন্ন সূত্র জানিয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার
এই বিভাগের আরও খবর