'তারুণ্যের জয় হোক, মানবতাবোধ জাগ্রত হোক' এই স্লোগান নিয়ে নাটোরে চালু হল মানবতার দেয়াল। কয়েকজন তরুণের উদ্যোগে ঈদ উপলক্ষে শহরের ষ্টেশনবাজার, নাটোর প্রেস ক্লাব এবং আধুনিক সদর হাসপাতালে পাশে এই দেয়াল চালু হয়েছে। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ জনবহুল আরোও সাতটি স্থানে মানবতার দেয়াল তৈরি করা হবে বলে জানিয়েছে উদ্যোক্তারা।
কিশোরগঞ্জের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিনব এই উদ্যোগ শুরু করেছিলেন স্কুল শিক্ষক নাজনিন মিষ্টি। এরপর দেশের বিভিন্ন স্থানে এই মানবতার দেয়াল তৈরি করা হয়েছে। এই দেয়ালে টাঙানো হ্যাঙ্গারে যে কেউ তার অপ্রয়োজনীয় কাপড় রেখে যেতে পারবেন, আবার দরিদ্র যে কেউ নিজের প্রয়োজনে এখান থেকে কাপড় সংগ্রহ করতে পারবেন। মঙ্গলবার সন্ধ্যায় নাটোর ষ্টেশন বাজারে মানবতার দেয়াল উদ্বোধন করা হয়।
'মানবতার দেয়ালে আপনার অপ্রয়োজনীয় বস্ত্র রেখে যান, প্রয়োজনীয় বস্ত্র এখান থেকে নিয়ে যান' এমন লেখাযুক্ত দেয়ালে হ্যাঙ্গারে ঝুলানো রয়েছে প্যান্ট, শার্ট, গেঞ্জি, শীতের কাপড়। কেউ বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় নিজের অপ্রয়োজনীয় কয়েকটি কাপড় এখানে রেখে যাচ্ছেন সমাজের দরিদ্র বা নিম্নবিত্তদের জন্য।
বিডি প্রতিদিন/হিমেল