বাগেরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত বিশ্ব ঐতিহ্য ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয়।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে নামাজ আদায় করেন।
ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে সকাল সোয়া ৮টা ও ৯টায় ঈদের আরও দুটি জামাত অনুষ্ঠিত হয়।
জেলা ছাড়াও বাইরের কয়েক হাজার মুসল্লি এখানে ঈদের নামাজ আদায় করেন।
ঈদের জামাতের পর বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস ও পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়া ঐতিহাসিক হযরত খানজাহান (রহ.) মাজার মসজিদে, শহরের আলিয়া মাদ্রাসা, নাগেরবাজার খানজাহানিয়া বায়তুল ফালাহ জামে মসজিদসহ বাগেরহাট পৌরসভায় ৪৬টি ঈদের জামাতে হাজার হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।
বিডি প্রতিদিন/কালাম