চাঁদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। মুসল্লিরা দলে দলে ঈদগাহ ময়দানে ছুটে এসে ঈদের নামাজ আদায় করেন।
চাঁদপুর পৌরসভার পৌর ঈদগাহ মাঠে সকাল ৮টায় জেলার প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এই ঈদগাহ মাঠে জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, জেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহম্মেদসহ হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করেন।
ইমামতি করেন হাফেজ মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান। নামাজ শেষে দেশ ও জাতীর শান্তি কামনায় মোনাজাত করা হয়। এরপর ভিন্ন ভিন্ন সময়ে পৌরসভার বিভিন্ন স্থানে এবারের ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/ফারজানা