মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর গ্রামে শনিবার দুপুরে পানিতে ডুবে সোহান হাওলাদার (৮) ও আরিয়ান (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত সোহান মিঠাপুরের রফিকুল হাওলাদারের ছেলে ও আরিয়ান পাশের পাতিলাদি এলাকার এমদাদ হাওলাদারের মেয়ে।
জানা গেছে, দুপুরে খেলতে গিয়ে অসাবধানতাবশত বাড়ির পাশের খালে পরে যায় আরিয়ান ও সোহান। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে আরিয়ান ও সোহানকে পানিতে ভাসতে দেখে। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকেই উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতলে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মাদারীপুর সদর হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার মো. রিয়াদ মাহমুদ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক