নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. জনি (৩১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার বিকালে আফজাল সড়কের দেলিয়াই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জনি বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকার বাসিন্দা ও স্থানীয় একজন ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে খালাকে দেখতে খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই যান জনি। খালার বাড়ি থেকে বিকালে মোটরসাইকেল যোগে আফজাল সড়ক দিয়ে নিজ এলকায় ফিরছিলেন তিনি। পথে দেলিয়াই বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/০৮ জুন ২০১৯/আরাফাত