নেত্রকোনার কলমাকান্দায় জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন।
তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধনুন্দ গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ মারফত আলী নামে একজনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধনুন্দ গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে অলফত আলীর সঙ্গে একই গ্রামের প্রতিবেশী মৃত আবুল হোসেনের ছেলে খলিল মিয়ার প্রায় তিন বছর যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঈদ উপলক্ষে আত্মীয়-স্বজন এলাকায় আসলে পূর্বের ওই বিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষ রড, দা ও লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১৩ জন আহত হন।
আহতদের মধ্যে খলিল মিয়া (৫০), আব্দুস সাত্তার (৬০) ও ফারুক (২০) নামে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ওই দিন রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আহত অন্যান্যরা হলেন, আমান উল্লাহ (৩০), গোলাপ মিয়া (৫০), কালেদ সাইফুল্লাহ (২৩) রুস্তম আলী (২৫) মারফত আলী (৫৫) নুরুন্নাহার (৬০), রাবেয়া (৪০), কল্পনা (২৫), কমলা (৩০), রুবিয়া খাতুন (৪৫) ।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ব্যাপারে উপজেলার ধনুন্দ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আমান উল্লাহ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে মারফত আলী নামে একজনকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম