‘কৃষি শুমারি সফল করি, সমৃদ্ধ দেশ গড়ি’এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় নেত্রকোনা জেলায়ও রবিবার থেকে শুরু হয়েছে কৃষি শুমারি। এ উপলক্ষে পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে সকালে মোক্তারপাড়া মাঠ থেকে জেলা শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি জেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি খানা গণনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কৃষি শুমারির কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পরিসংখ্যান বিভাগের উপ-পরিচালক শাহাবুদ্দিন সরকার, সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোশাররফ হোসেন, সহকারী উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আলমাজ উদ্দিন, সদর উপজেলার জোনাল অফিসার রেজয়ানুল করিম, পুলক কুমার বিশ্বাসসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল