ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের একটি পুকুর থেকে নিখোঁজ শিশু রায়হানের (৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। শহরের মেড্ডা এলাকার ঐ পুকুরে মঙ্গলবার গভীর রাতে মরদেহটি ভেসে ওঠে। শিশুটি এলাকার রানা মিয়ার ছেলে।
বুধবার সকালে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মনবাড়িয়া ১নং ফাঁড়ির ইনচার্জ মো. নূরুজ্জামান। তিনি জানান, মঙ্গলবার বিকেল ৪টার পর থেকে শিশু রায়হানকে কে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আত্মীয় স্বজন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেয়ার পর মাইকিংও করা হয়। কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রাত তিনটার দিকে পুকুরে তার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজনের মাধ্যমে তার পরিবারকে খবর দেয়া হয়।
বিডি-প্রতিদিন/শফিক