সাতক্ষীরার কলারোয়ায় ট্রাকের ধাক্কায় কমলা রানী হালদার (৫২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
মঙ্গলবার যশোর-সাতক্ষীরা সড়কের কলারোয়া ঝিকরা হরিতলা পূজা মন্ডপের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কমলা রানী উপজেলার ঝিকরা গ্রামের মৃত নিতাই হালদারের স্ত্রী।
কলারোয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির-উল-গিয়াস জানান, সকাল ৬টার দিকে যশোর থেকে ছেড়ে আসা পাথর ভর্তি একটি ট্রাক ঝিকরা হরিতলা পূজা মন্ডপের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী পরিবহনকে ওভারটেক করার সময় ট্রাকটি একটি পুকুর ধারে উল্টে যায়। এ সময় ট্রাকের ধাক্কায় গৃহবধূ কমলা রানী ঘটনাস্থলেই মারা যান। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/কালাম