পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যে বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে দলটির জেলা কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।
এতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব অ্যাড. এম এ মজিদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের লাগামহীন ঊর্দ্ধগতিতে সরকারের ব্যর্থতা উল্লেখ করে দ্রুত হস্তক্ষেপ করার দাবি জানান। সেই সাথে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার