১৮ নভেম্বর, ২০১৯ ১৬:২৬

শেরপুরে দূরপাল্লার বাস চলাচল বন্ধ: দুর্ভোগে যাত্রীরা

শেরপুর প্রতিনিধি

শেরপুরে দূরপাল্লার বাস চলাচল বন্ধ: দুর্ভোগে যাত্রীরা

নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে শেরপুর থেকে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার নভেম্বর সকাল থেকে শহরের বাগরাকসা ও নবীনগর এলাকাস্থ দু’টি বাস টার্মিনাল থেকেই ঢাকা-শেরপুরসহ সব রুটের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল বাস চলাচল হঠাৎ বন্ধ করায় বিপাকে পড়েছেন যাত্রী সাধারণ।

বেলা দেড়টার দিকে শহরের বাগরাকসাস্থ সোনার বাংলা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, কাউন্টারের সামনে যাত্রীরা টিকেটের জন্য দাঁড়িয়ে আছেন। কাউন্টারে টিকেট মাস্টারও রয়েছেন। তবে কোন বাসের চালক গাড়ি চালাতে রাজি না হওয়ায় টিকেট বিক্রি করা হচ্ছে না। এমন দাবি করা হয়ে কাউন্টারের পক্ষ থেকে। কোন অগ্রিম ঘোষণা না দিয়ে হঠাৎ এভাবে বাস বন্ধ করায় বিপদে পড়েছেন যাত্রী সাধারণ।

এ ব্যাপারে জেলা বাস-কোচ মালিক সমিতি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত ঘোষ জানায়, মূলত ড্রাইভাররাই গাড়ি নিয়ে যেতে চাচ্ছে না। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর