১৮ নভেম্বর, ২০১৯ ১৭:০৫

নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের জমির দলিল হস্তান্তর

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের জমির দলিল হস্তান্তর

নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার সকাল ১১ টায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জমি হস্তান্তর ও চেক বিতরণ করা হয়েছে।

 
এ উপলেক্ষে বিশ্ববিদ্যালয়ের ভিসি মো. রফিকুল্লাহ খানের সভাপতিত্বে সর্বস্তরের জনসাধারণের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক মঈনউল ইসলামের পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, পূর্বধলার ৫ আসনের এমপি ওয়ারেসাত হোসেন বেলাল ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোঃ সাজ্জাদুল হাসানসহ জেলার উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এ সময় ক্যাম্পাসের জন্য অধিগ্রহণকৃত ৪ শত ৯৮ দশমিক ৪৫ একর জমির দলিল হস্তান্তর করা হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট। 

অনুষ্ঠানে প্রথম পর্যায়ে ১০ জন জমির মালিককে মোট ১ কোটি ২০ লাখ টাকার চেক প্রদান করা হয়। পরে জেলা প্রশাসন কার্যালয়ের কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর