১৯ নভেম্বর, ২০১৯ ১৫:৪৩

ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক হাডুডু খেলা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক হাডুডু খেলা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নে কদম রসুল হাট আনসার এন্ড পাবলিক ক্লাব এর আয়োজনে হাজারো দর্শকের উপস্থিতিতে হা-ডু-ডু'র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রওশনুল হক তুষারের সভাপতিত্বে সোমবার বিকেলে ফাইনাল খেলাটির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশী।
 
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, দপ্তর সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 
হাজার দর্শকের সামনে উত্তেজনাপূর্ণ এ খেলায় চ্যাম্পিয়ন হয়েছে চামেশ্বরী চৌধুরী হাট (বড়গাঁও) দল এবং ২য় স্থান দখল করেছে সালন্দর শাহাপাড়া (সালন্দর) দল। 
 
এদিকে, খেলা দেখতে আসা দর্শকরা জানান, হাডুডু একটি ঐতিহ্যবাহী খেলা। আমরা খেলা দেখে অনেক আনন্দিত। গ্রামবাংলার ঐতিহ্যকে টিকিয়ে রাখার দাবি জানান দর্শকরা। খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
 
 
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর