ধামরাই উপজেলার গাড়াইল গ্রামের মুকুল চন্দ্র সরকারের বাড়িতে বুধবার ভোরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ৬০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণলঙ্কারসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে।
ভুক্তভোগীরা জানান, মুখোশধারী ডাকাতরা দরজা ভেঙে ঘরে এসে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতরা চড়াও হয়। এ সময় ছুরিকাঘাতে সুজিদ চন্দ্র সরকার (২৭) ও নরেন্দ্র সরকার (৪০) আহত হন। তাদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধামরাই থানার ওসি দিপক চন্দ্র সাহা জানান, ডাকাতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/কালাম