পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ সোমবার। সকাল ১০টা থেকে শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্ক মাঠে এই সম্মেলন শুরু হয়।
সম্মেলনকে কেন্দ্র করে শহরের বিভিন্ন সড়ক এবং গুরুত্বপূর্ণ এলাকায় সাজসজ্জা করা হয়েছে।
এদিকে, সকাল থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা
মিছিল ও শোভাযাত্রা নিয়ে দলে দলে সভাস্থলে জমায়েত হয়েছে।
পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী
শাহজাহান মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সম্মেলনের উদ্ভোধন করবেন সাবেক চিফ হুইপ ও সংসদ
সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ। কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেনসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
সম্মেলনকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
সর্বশেষ ২০১৪ সালের ১৪ নভেম্বর পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/কালাম