একের পর এক চুরি হয়ে যাচ্ছে নেত্রকোনা শহরের সৌন্দর্য্য বিকাশে সাম্প্রতিক সময়ে বিভিন্ন রোডে বসানো রঙিন ঝলমল দৃষ্টিনন্দন বিদেশি লাইটপোস্ট।
ইতোমধ্যে মডেল থানার সামনে থেকে লাইটপোস্টটি চুরি হয়ে যাওয়ায় পৌরবাসীর মাঝে উদ্বেগ-উৎকন্ঠা দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নেত্রকোনা শহরের সৌন্দর্য্য বিকাশে সাম্প্রতিক সময়ে শহরের মোক্তার পাড়া, সাতপাই নদীর পাড়, থানার সম্মুখ ভাগ ও শিবগঞ্জ রোডের নদীর রেলিংয়ে লাল, নীল ও সবুজ দৃষ্টিনন্দন মেটাল লাইটপোস্ট বসানো হয়। অল্প কিছু দিন যেতে না যেতেই প্রথমে স্থানীয় আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয় ও মোক্তার পাড়া মাঠের সামনে থেকে দুটি লাইটপোস্ট চুরি হয়ে যায়।
এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের নীরবতায় কয়েক দিন যেতে না যেতেই মডেল থানার সামনে থেকে আরেকটি লাইটপোস্ট চুরি হয়ে যায়।
থানার গেইটে ২৪ ঘণ্টা ডিউটি থাকার পরও কিভাবে চোরেরা লাইটপোস্ট চুরি করে নিয়ে গেল এ বিষয়টি পৌরবাসীকে ভাবিয়ে তুলেছে।
এ বিষয়ে কোনও ব্যবস্থা গ্রহণ না করায় এবং তদারকির অভাবে অন্যান্য লাইটপোস্টগুলো চুরি হয়ে যাবার আশঙ্কা করছেন অনেকে।
এ বিষয়ে অ্যাডভোকেট আব্দুল আওয়াল সেলিম, মাস্টার রফিকুল ইসলাম, নাহনাজ বেগমসহ বেশ কয়েকজন এলাকাবাসী বলেন, অনেক প্রত্যাশিত দৃষ্টিনন্দন লাইটপোস্টগুলো একের পর এক যেভাবে চুরি হয়ে যাচ্ছে, তা প্রতিরোধ করা না গেলে অন্যান্য লাইটপোস্টগুলোও চুরি হয়ে যাবার আশঙ্কা রয়েছে।
বিডি প্রতিদিন/কালাম