মজুরি কমিশন বাস্তবায়ন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বাতিল, বকেয়া পরিশোধসহ ১১ দফা দাবিতে খুলনার ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছেন।
সোমবার নগরীর খালিশপুর বিআইডিসি রোড, পিপলস মিল গেট, নতুন রাস্তা মোড়, দৌলতপুর ও ক্রিসেন্ট মিল এলাকায় মিছিল করেন শ্রমিকরা। বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে এই কর্মসূচি পালিত হয়।
শ্রমিক নেতারা বলেন, তাদের ন্যায্য দাবি আদায়ে আগামীকাল থেকে ২৪ ঘণ্টার ধর্মঘট, ৮ ডিসেম্বর গেটসভা ও ১০ ডিসেম্বর সকাল থেকে মিল গেটে আমরণ অনশন পালন করা হবে। মিছিল পূর্ব সমাবেশে বক্তৃতা করেন রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক মো. মুরাদ হোসেন, পাটকল শ্রমিক নেতা শাহানা সারমিন, হুমায়ুন কবির খান, আবু দাউদ দ্বীন মোহাম্মদ, ইব্রাহীম শেখ।
বিডি প্রতিদিন/ফারজানা