লক্ষীপুরের রায়পুরে যুবলীগ নেতা মনু মিয়া হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার হায়দরগঞ্জ বাজারে এলাকাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করা হয়।
এ সময় মামলার প্রধান আসামি উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মঞ্জুর হোসেন সুমনসহ হত্যাকারীদের ফাঁসির দাবি জানানো হয়েছে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফর উল্যাহ দুলাল হাওলাদার, চর আবাবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ মহিউদ্দিন গাজী ও মনু হত্যা মামলার বাদী মোঃ নাজিম উদ্দিন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন