বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ২০০ ইয়াবা ট্যাবলেট ও ৩০ বোতল ফেনসিডিলসহ ৩ যুবককে গ্রেফতার করেছে। সোমবার দুপুরে বগুড়া শহরের গোদারপাড়া উত্তরপাড়ার মমতাজ কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাদের গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেয়া হয়।
গ্রেফতারকৃতরা হলেন বগুড়া সদর উপজেলার গোদারপাড়ার রুহুল আমিনের পুত্র একাধিক মামলার আসামি অহেদুল ইসলাম পটল ওরফে ওয়াহেদুল ইসলাম ওরফে রাহিদুল ইসলাম (৩০), মো. আব্দুল গফুরের পুত্র ঝন্টু মিয়া (৩০), নিশিন্দারা মধ্যপাড়ার আনিছার রহমানের পুত্র মো. রনি (২৮)।
বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আসলাম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ঝন্টু মিয়াকে আটক করা হয়। তার দেয়া তথ্যমতে ওই এলাকায় অভিযান চালিয়ে বাকি দু’জনকে গ্রেফতার করা হয়। তারা সেখানে মাদক বিক্রি করার জন্য দাঁড়িয়ে ছিল। গ্রেফতারকৃদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। '
বিডি-প্রতিদিন/শফিক